দুঃখ জীবনে সহজ জাত,
জন্মের মুহূর্তে দুঃখের প্রকাশ,
         আমাদের আর্ত চিৎকারে;
তারপর-  
শুরু আমাদের চলার পথ,
পথ মেশে কভু আলো, কভু অন্ধকারে।


আমরা না পাওয়ার দুঃখ-
             ডেকে হেঁকে বলি;
কত চাওয়া, কত পাওয়া,
      মনের বেদীতে দিতে হয় বলি।


কতটুকু পেলে, কতটুকু দিলে,
            হিসাব মিলাতে বসি;
পরাণ ফুঁকারে, আপন প্রকারে,
            চাবুক মারিছে কশি।


যন্ত্রনা সে কি শুধুই দুঃখ?
কখন ও ভেবেছো-
                    স্রষ্টার যন্ত্রনার কথা?
সৃষ্টিতে স্রষ্টার যন্ত্রনা কি-?
সকল দূঃখ যন্ত্রনার শেষে-
                    স্রষ্টা কি আনন্দ পায়নি?


দুখ-ই আনন্দ, আনন্দই দুখ,
যে পেয়েছে আপন অনুভবে,
সে-ই তো জ্ঞাননিষ্ঠের মুখ।


৩০শে শ্রাবন,১৪২৩,
ইং ১৫/০৮/২০১৬,
সোমবার, বেলা ৩টা।