দুঃখের কথা দুঃখ বাড়ায়,
সুখের কথায় সুখ;
তাই সবার কাছে অনুরোধ,
ভেবে খোলো মুখ।


ব্যথার উপরে ব্যথা দিয়ে
কি সুখ পাবে তুমি?
ব্যথার মাঝে সুখ এনে,
ভরাও  বক্ষ ভূমি ।


দুদিনের এই ছোট্ট জীবন
সুখে দুঃখে ভরা;
দুঃখটাই যে বেশি থাকে,
কেমনে হবে হারা?


দুঃখের মাঝে বাঁচতে চাই
সুখের কথা ভেবে;
হয়তো কিছুই পাবোনা আর
করায়-গণ্ডায় মেপে।


এই নিয়েই কাটিয়ে যাওয়া
এই ছোট্ট জীবন;
দুঃখের সাথে সুখ মিলিয়ে
করবো অনুধাবন।


সুখ-দুখের পরিসমাপ্তি
মৃত্যুতেই যে হবে;
সবাই মোরা আছি বসে
দিনটা আসবে কবে?


২৪ শে আশ্বিন, ১৪২৮,
ইং ১১/১০/২০২১,
সোমবার সকাল ৯:০৩। ১৪৬৮, ১৩/১০/২০২১।