দুঃখিনী বলে হেসে,
আছি বড় ভালবেসে,
          এই কষ্টের জীবনটা;
স্বামী পুত্র চলে গেল,
ফসল ও কম হলো,
       কেমনে বাঁধি বলো প্রানটা?


তারি মাঝে সুখ খুঁজি,
অবাক সুপ্ত বিস্ময়রাজি।
        শূন্য- মহাশূন্যের কাছে;
চারিদিকে দেখ চেয়ে,
কে-আছে সুখে? সব লয়ে,
         হাহাকার লেগে আছে।


হাসি খুশী দিয়ে ঢাকি,
যাহা কিছু আছে বাকী,
       এই তো ঝালমিষ্টি রান্না;
দুধ, ঘি, চিনি সুজি,
যতটুকু আমি বুঝি,
       জীবনের সবটুকুই কান্না।      

১০ই শ্রাবণ, ১৪২৪,
ইং ২৭/০৭/২০১৭,
বৃহস্পতিবার, সকাল ৮.৩০।