দুঃখীর দুঃখ বুঝবে কে?
কেউ নাই আপন সংসারে?
দুঃখ নিয়েই আসা যাওয়া,
তাইতো মনে দুঃখ পাওয়া।


ক্ষোভে, রাগে, শুধুই বলি,
কেউবা আবার খেলছে হলি।
কেমন করে সুস্থ থাকি?
তাইতো মানুষ নিচ্ছে ঝুঁকি।


নতুন ভাবনা আসুক সবার,
সংকটে আজ তাইতো ভাবার।
নতুন পথে, নতুন রথে,
চলতে হবে একইসাথে।


দুদিনের এই ছোট্ট জীবন,
শেষ হবে যে এলে মরণ।
তবে কেন এত গড়ন,
এই মানুষের দেখছি ধরন।


আত্মায় আত্মায় মিলে থাকা,
সুখে-দুঃখে তাইতো মাগা।
প্রেম প্রীতিতে থাকতে চায়,
মানুষ যেন এটুকু পায়।


পেয়ে বন্ধুদের হিতোপদেশ,
ঘুরে দাঁড়াক মোদের এ দেশ।
সেই আশাতেই লিখে যাই,
মানুষের মধ্যে পেতে ঠাই।


১৮ ই জৈষ্ঠ্য,১৪২৭,
ইং ০১/০৬/২০২০,
সোমবার সকাল ৯:০১। ১০২৫, ০২/০৬/২০২০।