আমরা দুরোভাষে কথা বলি বন্ধুর সাথে,
মনের গোপন কথা জেগে গভীর রাতে।
অতীতের হারানো স্মৃতি ভিড় করে মনে,
মূল্যহীন মনে হবে বন্ধু ছাড়া অপরের সনে।


শৈশব কৈশোর যৌবনের ফেলে আসা দিন,
বৃদ্ধ বয়সে প্রানের মাঝে বাজে আনন্দের বিন।
উলো বনে মুক্ত গুলো আজও চকচক করে,
ইচ্ছা করে তুলে আনি রাখি হৃদয়ে গহবরে।


সাথী ছাড়া ব্যথী কে বা ফেলে আসা ধনে,
ভাবিতে ও অশ্রু ঝরে আজও চোখের কোনে।
এ জীবনে হারায়ে ও হারায় না যারা,
আত্মায় আত্মায় কঠিন বাঁধনে বাঁধা তাঁরা।


যারা ছিল বুকের কাছে প্রাণের মাঝে
           সুগন্ধি রঙিন ফুলের মত;
তারা সব আজ অতীত, স্মৃতির পাতায়
           কেবলি সৌরভ ছড়াতে রত।


কত বন্ধু আপনজন চলে গেল
          নিরবে গোপনে ধরনীটা ছেড়ে;
আর কি বা দেখা হবে তাদের সাথে,
           জগতের এই মানুষের ভিড়ে?


৩০ শে বৈশাখ,১৪২৬,
ইং ১৪/০৫/২০১৯,
মঙ্গলবার, ভোর ৫:৫০। ৬৯৮তাং ১৫/০৫/২০১৯।