ধর্মেতে দিয়ে মন,
ভুলে যাই সনাতন,
চোখে দেখা প্রকৃতিকে।


ভগবান, আল্লাহ, গড,
সব শূন্য মিথ্যাচার
গির্জা, মসজিদ, মঠ।


করোনা শিখিয়ে দিল,
আপন  কে বল -
এই ছোট্ট জীবনে?


মানুষই মানুষের পাশে,
বিপদে দাঁড়ায় এসে,
সে কথা কেন যাই ভুলে?


সত্যকে বুকে লয়ে,
মানুষ থাকুক ভয়ে,
তবেই আখেরে লাভ হবে।


মানুষ মানুষের বন্ধু,
জেগে ওঠে হৃদয় সিন্ধু,
এই মানুষের তরে।


জাগাতে সেই মন
ভালোবাসো বাস্তব সনাতন,
ধন্য হবে এই জীবন।


সত্য-মিথ্যা বুঝে নাও,
জগতকে আলো দাও,
তবেই কেটে যাবে ধর্মীয় আঁধারটা।


ধর্মীয় মতভেদ,
ব্যক্তিস্বার্থের বেদ,
তাই নিয়ে অকম্মারা বেঁচে আছে।


পরের পয়সায় খায়,
মিথ্যা উপদেশ দেয়,
এইতো ওদের কাজ।


বিভেদ সৃষ্টি করে,
একে একে ধরে ধরে,
নিজের স্বার্থের তরে।


মানুষের মানবতা,
সৃষ্টির আদি কথা,
ভুলিও না তুমি।


আমরা সবাই ভাই ভাই,
দূরত্ব কিছু নাই,
বাঁধিবো হৃদয়ের বাঁধনে।


শোনো হে মানুষ ভাই
এছাড়া পথ নাই,
এই কঠিন জগতে।


১৬ ই বৈশাখ,২৪২৭,
ইং ২৯/০৪/২০২০,
বুধবার সকাল ৯:৪০। ১০০৩, ১১/০৫/২০২০।