ওরে তোমরা কোথায় যাও
বারেক পানে ফিরে চাও।
মায়ের চোখে দেখো শঙ্কা,
বুকের মাঝে বাজে ডঙ্কা।


শকুনেরা সব তাকায়ে নীচে
সুযোগ পেলেই খুবলে খাবে,
আজ গভীরভাবে ভাবতে হবে
কাহারা কোথায় কেন যাবে?


এই করোনা আর ভোটের দিনে
থেকোনা আর কাহারও ঋণে।
মা তোমার আশায় পথপানে,
শুধুই থাকে চেয়ে আনমনে।


খোকা কোথায় চলে গেল,
তার খোঁজ কেউ নাহি দিল।
ঝরে অশ্রু বসে ঘরে,
আসবে কি সে আবার ফিরে?


দেখি কর্মক্ষম বেকার সবাই,
তাদের কথা তাইতো ভাবাই।
স্বার্থান্বেষী মৌলবাদীর প্রচার উদ্ভট,
সেটাই আজ সমাজে মহাসংকট।


দিকে দিকে সবুজ তরুণ কর্মহারা,
তাদের কর্ম দেবে কারা?
লোভের পসরা মেলে ধরে,
ওই স্বার্থন্বেষীরা ডাকছে ওরে।


তাদের স্বার্থে দিলে পা,
উপায় বন্ধু আর রবেনা।
ভাবতে হবে বুঝতে হবে,
খারাপের পথে আর যাবনা।


উড়িয়ে দাও সরিয়ে দাও,
ওই দুষ্টচক্রের পরিকল্পনা;
ভালোর সাথে থাকতে হবে,
রেখোনা মনে আর পরিবেদনা।


আর দেরি নয় দাঁড়াও ঘুরে,
সকল বাঁধা যাবে উড়ে;
সবার চেষ্টায় আসবে এবার
দিনটা যে নয় বেশি দূরে।


৬ ই বৈশাখ, ১৪২৮,
ইং ২০/০৪/২০২১,
মঙ্গলবার বেলা ৯;৩০। ১২৯৩,  ২০/০৪/২০২১,