আহারে! এইতো জীবন,
যাহার কোন নিশ্চয়তা নাই;
জীবন কোন পথে যাবে,
দিশা কাহার কাজ পাই?


ভাগ্য কোন পথে নিয়ে যাবে,
আমরা কেউ জানিনা;
অনিশ্চিত জীবনের নিশ্চয়তা কোথায়?
ভেবে কূলকিনারা পাই না।


সুখের না দুঃখের জীবন হবে?
ধনী হবে না গরিব হবে?
জীবনে কে সুনাম কুড়াবে আর
কে বা দুর্নাম নিয়ে বেঁচে রবে?


একটা কথাই শুধু বুঝি-
এই জীবনের কোন মান নাই।
মৃত্যুর পরে সবাই সমান,
নয় মূল্যবান- না কবর, না শ্মশান।


কেউ মরে জলে ডুবে,
কেউ মরে মাটির পরে,
এই টুকুই শুধু খবর যাচে মৃত্যুর পরে,
কফিনের কি কোন মূল্য আছে?


মৃত্যু টা কেমন? হয়তোবা সুন্দর,
যারা মিলেছে তার সাথে
ভুবন ভুলানো রূপ,
হেরে গেছে তার কাছে।


কখন যে ঘনিয়ে আসবে,
শেষের সেই দিন কিংবা রাত,
কোনটা যে আসবে আগে,
কে বলতে পারে?


তাইতো বলি সবাইকে বন্ধু,
একসাথে হাসিতে খুশিতে ভরে তোলো
এই জগতের মানুষের সঙ্গ।


কখন যে কার সাথে শেষ দেখা হবে,
জানি না আমরা কেউই জানিনা;
আমরা আপনজন কিংবা বন্ধুদের হারাই,
তবুও মানি না কিছুতেই সত্যকে মানি না।


৪ ঠা পৌষ, ১৪২৫,
ইং ২০/১২/২০১৮,
বৃহস্পতিবার, বিকেল ৪ টা। ৬৫৬ তাং ২০/১২/২০১৮।