জীবন যে এক হিসাবের খাতা,
প্রতিমুহূর্তে লেখা হয় সব;
ওই জন্মের পরে এমনি ভাবেই,
যায় কেটে আনন্দের শৈশব।


শৈশবের পড়ে কৈশোর আসে,
কত হৈ-হুল্লোড় বন্ধুদের নিয়ে;
মধুময় সেই আনন্দের দিন,
থেমে যায় ওই যৌবনে গিয়ে।


একক জীবন ওই যৌবন হতে,
গোপনে গোপনে আড়চোখে দেখে;
আর বন্ধুদের ছেড়ে লুকায় আড়ালে,
ব্যক্তি ভাবনা হেথা এসে শেখে।


নিজের লড়াই শুরু এই থেকে,
কাটে জীবন সুখে-দুখে মিলে;
হাসি আনন্দ ক্রমে যায় উড়ে,
আর ভাবনা জমে আপন দিলে।


ভাবিতে ভাবিতে এই পথ চলা,
চলিতে চলিতে কত কথা বলা;
পাওয়ার আনন্দ আর হারানোর ব্যথা,
মেশে শেষে এসে সেই অস্ত বেলা।


কালের দেনা বসে একা একা গোনা,
কখন মাঝি ছাড়িবে নৌকাখানা?
শুধুই উথাল পাথাল হৃদয়ের ঢেউ,
যখন মিটিবে সকল পাওনা দেনা।


৬ ই আশ্বিন , ১৪২৮,
ইং  ২৩/০৯/২০২১,
বৃহস্পতিবার রাত ৮:০০। ১৪৫০, ২৫/০৯/২০২১।