খেলা ঘরে খেলতে এসে,
দাঁড়িয়ে আছি একা আমি;
আমার আমি চিনলাম কই,
কেমনে বলো তারে জানি।


শুধুই চারিদিকে হৈ হুল্লোর,
সবাই দেখি ছুটে চলে;
খেলা ঘরের খেলা দেখে,
ভাবি মন্ত্রমুগ্ধ কাকে বলে!


জীবন পথে ছুটতে ছুটতে,
দাঁড়াই এসে ঘর্মাক্ত কলেবরে;
আপন পর সব ভুলে,
তাকিয়ে থাকি নদীর পাড়ে।


কূলকিনারা কোথায় তাহার,
নিজের কাছে নিজেই বলি;
সীমানার পার দেখব বলে,
একা একাই ছুটে চলি।


৯ই মাঘ, ১৪২৭,
ইং ২৩/০১/২০২১,
শনিবার সকাল ৬টা ১২০৯, ২৪/০২০২১।