কিচিরমিচির ডাকে পাখি,
         ফুল বাগানে ওই;
ফুল বাগানে খেলতে এসে,
         কত কথা কই।


ফুলের সাথে মিলেমিশে,
         খেলি হেথা মোরা;
মৌমাছিরা আসে ছুটে,
     ছুটিয়ে ওদের ঘোড়া।


ফুলের গন্ধে বাগান ভরে,
      আহা কি যে সুখ!
বাসি হলে ঝরে পড়ে,
      প্রাণে লাগে দুখ।


চলছে বয়ে প্রকৃতির ধারা,
        সকাল থেকে সন্ধ্যা;
আবেগ ভরা মনটা এবার,
         হচ্ছে ক্রমে মন্দা।


এমনি করেই জীবন চলে,
       মৃত্যু আসে নেমে;
একদিন চলন্ত এই পৃথিবীতে,
        আমিই যাব থেমে।
        
২৭ শে ভাদ্র, ১৪২৭,
ইং ১৩/০৯/২০২০,
রবিবার বেলা ১০ টা।  ১১৫৭, ১২/১০/২০২০।