জন্মের পরে জীবন শুরু
         ভাবতে লাগে বেশ;
জীবন পথে কত বাধা,
          থাকে তাহার রেশ।


সব কিছু পেলেই জীবন,
         সে তো জীবন নয়;
না পাওয়ার জীবনটাকেই,
         আসল জীবন কয়।


উত্তরাধিকার সূত্রে পাওয়া,
         এই মহামূল্য প্রাণ;
ওই ধন সম্পদ ক্ষণস্থায়ী,
           বাধায় শুধু রণ।


রণে রণে শেষ হয়ে যায়,
           পাওয়ার আশায় বুঁদ;
বাছুরের দাবি না মেনে,
                   দোহন করে দুধ।


ওই না পাওয়ার যন্ত্রণাটা,
                  ক্রমে ক্রমে বোঝে;
জ্ঞান সিন্ধুর পাড়ে বসে,
                  নূড়ি কুড়ায় রোজে।


যারা তোমার জন্য জীবন দিল,
             তাঁদের কথা ভাবো;
ভাবছো বুঝি নিজের স্বার্থে,
       বিনিয়োগের সুবিধাটা নেবো।


তাঁদের দুঃখ কষ্ট তোমার কাছে,
           বোধহয় কিছুই না;
দুঃখীর কথা শুধু দুঃখীই বোঝে,
           তুমি কিছুই বুঝবে না।


এই প্রভাত ক্রমে দুপুর হবে,
                   ওই সূর্য অস্ত যাবে;
আঁধার তোমায় রাখবে ঘিরে,
         তখন জ্ঞানের পরশ পাবে।


কোথায় ছিলে কোথায় এলে,
          কোন সাগর পাড়ি দিলে;
হার-জিতের এই খেলা ঘরে,
           সাথী বন্ধু সবাই মিলে?


একে একে সবাই যাবে,
               কেউ রবে না পাশে;
তখন তুমি বুঝতে পারবে,
              পূর্ণ শূন্য হবার শেষে।


চোখের জলে ভাসবে তুমি,
          কাঁদবে তখন দিবা রাতি;
আপন যারা ছিল পাশে,
          কেউ রবেনা প্রানের সাথী।


অহম বোধের সেই বেদনা,
          সময় থাকতে তা বুঝলেনা;
শেষ বেলাতে উঠুক জেগে,
             তোমার সেই চিৎ চেতনা।


৩রা, আশ্বিন,১৪২৭,
ইং ২০/০৯/২০২০,
রবিবার সকাল, ৮: ০৮। ১১৫৯, ১৪/১০/২০২০।