এখনি একটা প্রলয় চাই,
সমাজে নোংরা জঞ্জাল,
পুরে হউক সব ছাই।


আর দেরী নয়,
আর দেরী নয়,
সময় তো আর নাই;
ভবিষ্যতকে বাঁচাতে বন্ধু,
প্রকৃত সময় এটাই।


যে ক্ষতি মোদের হয়ে গেল,
শিক্ষায় আর সমাজে;
কি ভাবে পুরোন করবো মোরা,
এই বৈষম্যের রাজে।


ভাবতে হবে পরান খুলে,
ভবিষ্যতের ভাল চাইবো বলে,
সম্ভাব্য ভালোর কথা ভেবে;
আলোর দিশা তবেই পাবে,
পুরাতন সঠিক ভাবনা ভাববে যবে,
তাহলেই সৃষ্টির ধারা রইবে ভবে।  

১৪ই ফাল্গুন, ১৪২৪,
২৭শে ফেব্রুয়ারী, ২০১৮,
মঙ্গলবার, ভোর ৬টা।  বি,কে ৪১০।