মায়েরা অধিকার চাইলেই হয় পাপ,
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে
তোদের জন্ম দিয়েছে কোন বাপ?


আজকে যাদের ঘৃণা করিস
              অশুচির ফাঁদে ফেলে,
তার রক্তই যে তোর গায়ে,
           কেমনে শুচি দেহ পেলে?


ওরে পিশাচ কেমনে এলি,
              এই জীবন পথের মোড়?
তবে কি তুই হাওয়ায় ছিলি?
             না তুই আসলে ভুঁইফোড়।


মায়ের সন্তান পারে কিরে?
              মাকে করতে অপমান;
চক্রান্তকারীর ওই পশুর দেহ,
             কভু নয় রে মায়ের দান।


মানুষ রূপে মানিস না রে,
                       ওরা রাক্ষসের দল;
মনুষ্য বোধ নাই যে ওদের,
                       তাই যে করে ছল।


মায়ের গায়ে হাত তুলে,
                         রাবণ ধ্বংস হলো;
এই পাপীরা ও শেষ হবে,
                          একটু সবুর করো।


২৭ শে কার্তিক, ১৪২৫,
ইং  ১৪/১১/২০১৮,
বুধবার, বিকেল ৪টা।