মহান যারা এই ধরাতে,
তারাই পারে জীবন দিতে।
বাছেনা কে আপন? কে পর?
জানে এই ধরনীটাই তাঁর ঘর।


এরাই মানুষ, এরাই মহান,
এরাই দিব্য লোকের দূত;
আনে বয়ে শান্তির বারি,
এই সমাজে তারাই অদ্ভুত।


মায়ের সন্তান ফিরিয়ে দেয়,
ওরা মায়ের কোলে;
নিজের প্রাণ, নিজের জীবন,
একটু সুতায় দোলে।


ভয় পায়না মরতে এরা,
মৃত্যুঞ্জয়ী সবার সেরা;
ঝড় বাদলে সবার পাশে,
দুঃখের দিনে দাঁড়ায় তাঁরা।


এরাই শেখায়, এরাই দেখায়,
জীবনে সত্যিকারের পথ;
এদের ছাড়া যায় না পাওয়া,
ভালো মন্দের মত।


৭ ই বৈশাখ, ১৪২৭,
ইং ২০/০৪/২০২০,
সোমবার, সকাল ৮:৩০।  ৯৯৪, ০২/০৫/২০২০।