এরই নাম দর্শন,
কঠিন শ্রমে নীরবে ভ্রমে;
নিজেরে ছেড়ে,
মঙ্গল কামনায় মানুষের প্রেমে।


কাঙ্ক্ষিত শান্তির বাসনায়
চিরজাগ্রত যারা,
মানুষের তরে শ্রুতি মধুর করে
বিলায় বাণী তারা।


জাতি-ধর্ম মানে না এরা,
মানব কর্মেই হয় যে হারা।


ব্যক্তি স্বার্থে ব্যক্তি কর্মে,
মানবধর্ম দেয়না সাথ,
এই মানুষের মঙ্গল কামনায়,
কেটে যায় দিনরাত।


দর্শন আসন, দর্শন ভূষণ,
দর্শনই সেই অভিলাষ;
মানব আত্মার মঙ্গল লাগি,
তাঁরা কভু হয় না বিবশ।


৫ ই মাঘ,১৪২৬,
ইং ২০/০১/২০২০,
সোমবার, বেলা ৪:০৩। ৮৯৪, ২৩/০১/২০২০।