এরই নাম জীবন দর্শন,
       যে দেখেছে সেই জানে,
           নিদারুণ সেই প্রাণের টানে।


থরে থরে সাজাই শুধু,
           আসবে বুঝি প্রাণের বধু,
                আমার এই সাজানো ঘরে।


খুলে দেখি ঘরের দোর,
        শূন্যে বুঝি হলো ভোর,
                    দূরে জ্বলে জীবন তারা।


দেখতে পাইনা প্রভাত-আলো,
       ক্রমে নীল আকাশ হয় যে কালো,
            দেখি অস্ত বেলার রঙিন আলো।


কোথায় গেল মোহ মায়া,
      আবেগ ভরা সেই যে কায়া,
                   ধীরে ধীরে আঁধার নামে।


এইতো জীবন এইতো দর্শন,
         ধীরে ধীরে হয় যে বর্ষণ,
                    জীবন পথে মাথার পরে।


১৬ ই আষাঢ়, ১৪২৭,
ইং  ০১/০৭/২০২০,
বুধবার সকাল ১০:০১। ১০৬২,  ০৯/০৭/২০২০।