হারিয়ে গেছে সমাজসেবার মূলমন্ত্র
পরিবর্তনের সাথে সাথে নেমে এলো ব্যক্তিতন্ত্র,
আজ ওই ব্যক্তিস্বার্থে উন্মাদ মোরা,
আর পাগলের মতো ছুটাই ঘোড়া।
ব্যক্তিস্বার্থ পূরণার্থে আপনপর যাই ভুলে,
নিজের মৃত্যুবাণ পরের হাতে দেই তুলে।
এমনি করেই হয় ধ্বংসের সূচনা,
বুঝেও আমরা বুঝতে পারি না।


সাগর তুমি ঢেউ খেলে যাও;
কুসংস্কার সব ভাসিয়ে নেও।
জন্মভূমি মায়ের নামে শপথ করি,
তোমার এই জন্মদিনে তাইতো স্মরি,
তোমার মত লাখো লাখো আসুক বীর,
মাতৃভূমি রক্ষা করবে হয়ে তোমার মত ধীরস্থির।
তোমার চেতনা, তোমার ভাবনা,
হয় নাই আজও তাঁর তুলনা।
তোমার আদর্শই পারে সামাল দিতে,
সমাজের সকল দুঃখ কষ্ট আর পরিবেদনা।


১০ ই আশ্বিন, ১৪২৮,
ইং ২৭/০৯/২০২১,
সোমবার সকাল ৯:৫৬। ১৪৫৪, ২৯/০৯/২০২১।