মানুষ ছাড়া মানুষের ভালো কে করতে পারে?
ধর্ম জাত কেউ করে নাই  কিছুই ক্ষনিকের তরে।
ওরা শুধু উসকে দেয়, আর পারে দেখাতে ভয়,
কোনোকালেই ছিলনা মানুষের জন্য মঙ্গলময়।
তবুও মোরা আঁকড়ে ধরি, ওই সেই আফিমের বড়ি,
জগত ঘুরে দেখলাম মোরা, নাই কোনো তার জুরি।
ধর্মের নামে রক্তগঙ্গা দেখ বইছে কত হেথা হোথা,
এই জগতে মানবতা, মনুষ্যত্ব, সবই কি হবে বৃথা?
স্বার্থের দাস ঐ ধর্ম ছেড়ে মানবতাকে জড়িয়ে ধরে,
এই ধরনীর সবাই যদি আগে বাড়ে,
তবেই সুখ শান্তি ভালোবাসা সব কিছুই মিলবে ঘরে।
আর কতকাল অন্ধ হয়ে থাকবো বসে অন্ধকারে,
ওরে বিবেকবান মানুষ যারা বেরিয়ে আস মনের জোরে।
মানুষ মোরা আর মনুষ্যত্বই হোক না মোদের ধর্মের গোড়া।
ওগো প্রিয় বন্ধু স্বজন তোমরা ঘুরোনা আর আঁকে বাঁকে,
ভরিয়ে তোলো আনন্দেতে দু'দিনের এই জীবন টাকে।
এসো বন্ধু সবাই মিলে একবার ঝাঁকুনি দেই জগৎটাকে,
এই ছোট্ট জীবনে আমরা যেন না ডুবে যাই গভীর পাকে।


২০শে কার্তিক, ১৪২৭,
ইং ০৬/১১/২০২০,
শুক্রবার সকাল ১০টা। ১১৮৬, ১০/১১/২০২০।