অনন্তকে জানার ইচ্ছা- সৃষ্টির থাকে নিরন্তর।
তাই -
সেই আদির পানে যুগ যুগ ধরে ছুটিছে অন্তর।

আমি তুমি উপলক্ষ্য দৃষ্টিতে সেই একই লক্ষ্য,
                         কোথা পাব খুঁজে তারে?
আদি তুমি অনন্ত, জড় কিংবা জীবন্ত-
                            কোথায় আছো তুমি?
তুমি কি নীলাদ্রি? নীলাচলে হয়েছো বিলীন।


একবার উঠে এসো-তোমার সৃষ্টির পাশে বসো,
               অনন্ত জিজ্ঞাসার উত্তর দেও তার।

না দেখিলে মিটিবে না স্রষ্টার, সৃষ্টির তৃষা;
                                  এ দায় তোমার.
সৃষ্টির চাতুর্যের ভার কে নেবে আর?
                     এসো প্রিয়, এসো, আরবার।


৪ঠা আশ্বিন, ১৪২৪,
ইং ২১/০৯/২০১৭,
বৃহস্পতিবার,সকাল ৭টা।