বাঙালিরা উঠুক জেগে ভালোবেসে বাঙ্গালীদের,
ভাষা বাঙালি, আশা বাঙ্গালী, বাঙালিরাই শ্রেষ্ঠ জাত,
উঠুক রবি, দেখুক নতুন ছবি, রাঙিয়ে দিয়ে এই প্রভাত।
বাংলার মানুষ আজকে ভাবে, কালকে ভাবে বিশ্ব,
আজও অবাঙালীরা স্বীকৃতি দেয় দেখে সেই দৃশ্য।
হিমালয় দেখেছি আর দেখেছি এশিয়ার পর্বতমালা,
বঙ্গবন্ধুকে দেখেছি, দেখেছি- মাকে ভালোবাসার জালা।
জীবন দিয়ে সোনার বাংলা গড়ে দিয়ে গেলেন যিনি,
প্রাণের বন্ধু বঙ্গবন্ধু বাঙালির কাছে, জগতের কাছে তিনি।
ওঠো বাঙালি, জাগো বাঙালি, চেন বাঙালি তাঁরে,
সবুজের মাঝে লাল সূর্য আজ যাহার জন্য উড়ে।
বিশ্বসভায় বাংলা ভাষায় প্রথম বক্তৃতা করেন তিনি,
সেই প্রাণের বন্ধু, বঙ্গবন্ধু, বাঙালির কাছে যিনি।
দেখেছি তাঁরে, কেমন করে, জননী জন্মভূমিকে ভালবাসতে হয়;
মায়ের কোলে বড় হয়ে আমরা ঝেড়ে ফেলতে পারি না, সেই দায়।


মা যে মোদের রক্তে মিশে, তাই বঙ্গবন্ধু দেখায় দিশে,
কঠিন অন্ধকারে কেমনে চলতে হয়;
ভয় পেলে চলবে না ভাই, আমরা বাঙালি দাঁড়ায়ে তাই,
হেসে মোদের ভয়কে করতেই হবে জয়।


আমরা সবাই শ্রদ্ধাভরে শতবর্ষে স্মরণ করি,
এসো ফিরে বঙ্গবন্ধু তোমার দেশে,
তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো মোরা
সবাই মিলে একসাথে  ভালোবেসে।


প্রয়োজনে রক্ত দেবো আমরা আবার
যেমন তুমি দিয়ে গেলে;
সোনার বাংলা শান্তি সুখে সোনার হবে,
এই বাঙালি তোমায় পেলে।


৫ ই চৈত্র ১৪২৬,
ইং ১৯/০৩/২০২০,
বৃহস্পতিবার সকাল ৯:৩০। ৯৫১, ২০/০৩/২০২০।