যেদিন থেকে শুরু মোদের হৃদস্পন্দন,
সেদিন মায়ের দেহে ঘটেছিল মহাবিস্ফোরণ।
সেই থেকে ক্রমে ক্রমে বিকশিত হলো দেহমন,
মাতৃগর্ভ থেকে ধরায় আসা শুরু মোদের রণ।


শৈশব কৈশোর থেকে যৌবন দিলাম পা,
ভাবনার চমক মননে এলো দৃষ্টি ছাড়লো গাঁ।
নতুন নতুন কত কিছুর দেখার ইচ্ছা মনে জাগে,
জ্ঞানহীন শূন্য হৃদয় আজ তাহার পরশ মাগে।


ওই সব জানতে গিয়ে মানুষের তৃষিত হৃদয়-
বেরিয়ে পড়ে নিরুদ্দেশে আকাশ কুসুম কল্পনা নিয়ে।
চোখের জলে, রক্ত ক্ষয়ে, কত সময় বিদায় দিয়ে
লড়াই শেষে পৌঁছে যায় অল্প কিছু হাতে নিয়ে।


এই সীমাহীন মহাবিশ্ব, মোদের ক্ষুদ্র শক্তি হলো নিঃস্ব,
অজানা আর অদেখাই রয়ে গেল অফুরন্ত কত দৃশ্য।
অবাক হয়ে ভাবি, ক্ষুদ্র সীমায় আবদ্ধ মোদের মরণ,
যাওয়া যাবেনা সীমার বাইরে অজানাকে করতে বরণ।


হীরে, মানিক, জহর খোজার এটাই ধরন,
এটাই মোদের লড়াই পূর্ণ কঠিন জীবন।


৭ই আশ্বিন, ১৪২৬,
ইং২৫/০৯/২০১৯,
বুধবার, বেলা ১১:১০। ৭৯১,  ২৭/০৯/২০১৯।