নব যৌবনের আগুন নিয়ে-
             ফাগুন এলোরে;
দুলিয়ে দোলায় গাছের শাখায়,
            রঙ্গ ধরালো সে।


বসন্তবায়ে প্রকৃতি, বাসন্তি রঙ্গে,
          আবেগে ভাসালোরে;
পলাশের মালা বঁধুয়ার গলে,
            দে পরিয়ে দে।


রঙ্গে রঙ্গে রঙ্গিন করে,
   জাগিল হৃদয় কোকিলের সুরে;
কেমনে থাকিবে বসে আর ঘরে,
     বেণুবনে বাঁশি বাজিছে যে।


আয় তোরা আয় ছুটে,
        হাতে হাতে ধরে ধরে;
দল বেঁধে এক সাথে,
        প্রেমের এই কুঞ্জে-রে।


আবিরে আবিরে মাখামাখি হেথা,
       ভাসায়ে দে প্রাণের ব্যথা;
হাসি আনন্দে ভরিবে হৃদয়,
      দোহে বলিবে মনের কথা।


আয়; আয় সবে, হাসিখুশী রবে,
         ফাগুনের মিলন মেলায়;
চলে গেলে দিন বাজিবে না বীণ,
           বঁধূয়ার কন্ঠে-রে।


হাসি, ফুলওফলে বসন্তের তালে,
           জীবন সাজিয়ে নে;
হৃদয়ের সাথে, হৃদয় মিলিয়ে,
      আনন্দে জগৎ মাতিয়ে দে।    


১১ই ফাল্গুন, ১৪২৪,
২৪শে ফেব্রুয়ারী,২০১৮,
শনিবার  বেলা ৪টা। বি,কে, ৪০১।