চাই বা না চাই
অতীতের ত্রুটি হবেই সংশোধন;
ভূলের মাশুল বয়ে বয়ে,
প্রজন্মান্তরে পথ চলাটাই চিরন্তন।


ভুলের মাশুল বইতে হবে,
জন্ম থেকে জন্মান্তর;
সত্যকে তবু চিনলাম কই?
মিথ্যাই ডুবে এই অন্তর।


বইছে অতীতের ভুল বর্তমান,
বইবে বর্তমানের ভুল ভবিষ্যৎ;
স্বার্থের দ্বন্দ্বে ঘুরছে মন্দে,
গড়েই চলছে মিথ্যার ইমারত।


আমার দুঃখ তোমার হলে
থাকত না আর দ্বন্দ্ব;
ফুলে ফুলে ভরতো ধরা,
ফিরত আনন্দের সেই ছন্দ।


২৩ শে চৈত্র,১৪২৭,
ইং ০৬/০৪/২০২১,
মঙ্গলবার বেলা ১২:২৩। ১২৭৯,  ০৬/০৪/২০২১।