বন্ধু ছাড়া যায় না করা
এই জগতে কিছু;
কেমনে বলো পারবে মোরে
করাতে মাথা নীচু?
বড় বন্ধু ছোট বন্ধু
ওই বন্ধু মা বাপ;
বন্ধু ছাড়া- হয় না কেহ
না করলে পাপ।
কেমনে বন্ধু ছাড়ে মানুষ?
কেমনে বন্ধু পায়?
চিত্তে চেতন না থাকলেই
এমনটা যে হয়।
বন্ধু থাকো পাশে আমার
থাকবো পাশে আমি;
আমৃত্যু তোমার সুখে-দুখে
জাগবো দিবা যামী।
২১শে আষাঢ়,১৪৩২,
ইং ০৬/০৭/২০২৫,
রবিবার মধ্যাহ্ন ১২:০৫।২৭৮৭,
২৬/৬৫, ০৭/০৭/২০২৫।
26/65
Friend
Chitta Ranjan Sarker (Jagrata Bibek)
Without a friend, how can we cross
This worldly shore so wide?
Then why, dear friends, do you demand
That I should bow with pride?
Big or small, or young or old,
A friend’s like mom and dad;
Without a friend, no soul survives—
To lose one feels so bad.
How does one forsake a friend?
How does one truly find?
It’s only when the soul is lost
And darkened grows the mind.
So stay with me, my dearest friend,
I’ll stand by you as well;
In joy or tears, till life’s last breath,
Together we shall dwell.
21st Asharh, 1432,
6th of July, 2025,
Sunday at 12:05.