গঙ্গা জলে পুণ্যস্নান,
মোহ মুক্তির একি গান,
অন্ধকারে কঠিন দেওয়াল;
মিথ্যাকে সত্য বলে,
সত্য যে এমনি চলে,
নাই তার কোন কোলাহল।


আব্রু বেআব্রু হয়,  
মনের জটিল ভাষায়,
কঠিনকে সাথে নিয়ে চলি;
স্বচ্ছকে ছেড়ে দিয়ে,
আঁধারের বেড়ি নিয়ে,
পাপ পুণ্যের কত কথা বলি।


দুঃখের শান্তি ছাড়ি,
শান্তির দুঃখে আঁড়ি,
মিথ্যা কে বরণ করে নেয়;
এ কোন পাপ পুণ্য,
মানুষকে করে ধন্য,
মিথ্যাকে সত্য বলে দেয়।


ভক্তি শক্তি, বৃথা মুক্তি,
সেকি পুণ্যের পানে ধায়?
পুণ্য জীবন, পুণ্য মরণ,
পূণ্যই জীবন তরী বায়।


২৪ শে জ্যৈষ্ঠ, ১৪২৬,
ইং  ০৮/০৬/২০১৯,
শনিবার, সকাল ৫.৫৫ মি:। ৭১২ তাং ১২/০৬/২০১৯।