অভিজ্ঞ হয়েও যারা শোনায় না অভিজ্ঞতার কথা,
মানুষ হয়েও তারা বোঝে না মানুষের ব্যথা।
হিতোপদেশ পেলে অধম ও উত্তম হতে পারে,
না পেয়ে ওরাই যে সমাজকে ছিন্নভিন্ন করে।
মহান সৃষ্টি মানুষের মানবতা এইখানে বাঁধা,
সমাজের জ্ঞানীগুণী হতে পারে বৃন্দাবনের রাধা।
জানি সবাই হবেনা রাধা, নিজ সুখ ছেড়ে,
তাই বুঝি সমাজের অশান্তি যায় ক্রমে বেড়ে।
মনুষ্যত্ব মানবতা নিয়ে যারা আজও আছে বেঁচে,
তারাই একমাত্র সৎ উপদেশ দিতে পারে যেচে।
হয়তো জাগিবে সমাজ একদিন শেষে,
দেখিবে প্রজন্মান্তর সবাইকে মানুষের বেশে।


২৬ শে পৌষ,১৪২৬,
,ইং  ১২/০১/২০২০,৮৮৯, ১৮/০১/২০২০।
রবিবার বিকেল ৪টা।