মনে ভাবি আমি ভালো ভাবনা,
কর্মে করি না তাহা;
বন্ধুরা সবাই লুট করে নেয়,
গরিবের ধন আহা!


ভালো কথা বলে সময় যে চাই,
মানুষ আনন্দে থাক মেতে;
নিরব মোদীরা দেশ ছেড়ে যাক,
লুটিয়া গভীর রেতে।


ভগ্নাংশ হলেও পাব যে আমি,
মৌলবাদের তহবিলে;
মসজিদ ভাঙিয়া মন্দির হবে,
আনন্দে অবলীলে।


মৌলবাদের সকল আনন্দ হাসি,
গির্জা, মন্দির মসজিদে;
বুভুক্ষুরা সব না খেয়ে মরুক,
আমি রইবো মসনদে।


১২ই জ্যৈষ্ঠ, ১৪২৬,
ইং ২৭/০৫/২০১৯,
সোমবার,সকাল ৮.৩০মি:। ৭০৮ তাং ০৬/০৬/২০১৯।