জর্জ ফ্লয়েড মানে এক জীবন্ত প্রতিবাদ,
অমানুষদের বিরুদ্ধে মোদের চরম শপথ।
জর্জ ফ্লয়েড মানেই মানুষের অধিকার,
প্রতিবাদী উচ্চকণ্ঠ ওই সেই মানবতার।
জর্জ ফ্লয়েড মানেই বর্ণবিদ্বেষের হাতিয়ার,
ওই সাম্যের বার্তার একমাত্র দাবিদার।
জর্জ ফ্লয়েড মানেই একসাথে পথ চলা,
অন্যায়ের প্রতিবাদে মানবতার দাবী তোলা।
জর্জ ফ্লয়েড মানেই মানুষের আত্মার আত্মীয়,
সাম্যের বার্তাবহ নই মোরা কেউ কারো অনাত্মীয়।
ওই অত্যাচারী শাসকদের চাই সতর্ক বার্তা দিতে
আমরা যাব না ভুলে জর্জকে সালাম জানাতে।
দ্রোহের ভাষায় উজ্জীবিত হউক মানুষের প্রাণ,
জর্জ ফ্লয়েডের স্মরণে আমরা গাইবো সেই গান।
মোদের শপথ, আমরা তোমায় ভুলবো না কোনদিন,
তোমার কাছে এই জগতের মানুষের এটাই রইল ঋণ।


১৯ শেষ আষাঢ়, ১৪২৭,
ইং  ০৪/০৭/২০২০
শনিবার বেলা ১১৫৩, ০৮/১০/২০২০।