তুরস্কের সেই পাহাড়িয়া অঞ্চলের কথা,
আজ বড় মনে হয়,
পাহাড় থেকে লাফিয়ে পড়ে একটা ভেড়া ,
অনেক উপর থেকে পড়ার ফলে
তার বাঁচার কথা নয়।


পালের ১৫০০ ভেড়া একই ভাবে লাফিয়ে পড়ে,
এবং তাদের মৃত্যু ঘটে;
ভালো মন্দ না ভেবে পালের গোদা যাহা করে
তাই অন্যরাও করে বটে।


এই মৃত্যুর পিছে একটাই শুধু ব্যাখ্যা মেলে,
অনুসরণ প্রিয় ভেড়ার পাল;
ভালো-মন্দ বিচার না করে ওরা দলবেঁধে,
কঠিন সত্যের করল কামাল।


চেতনহীনেরা ঝাঁক বেঁধে চলে বেশি,
মাছ, পশুপক্ষী, তাদের সাক্ষী;
মানুষের মধ্যে সেই প্রবণতা আজ দেখি,
কেমনে বুঝবে কি আছে বাকি?


গড্ডালিকায় গা ভাসায় প্রবণ প্রিয় মানুষেরা,
করে ফেলে নিজের ক্ষতি;
এ দল ও দল করে করে ভবিষ্যৎটা না ভেবে,
থাকছে না আর তাদের গতি।


ভালো মন্দ না বুঝে দলে গিয়ে,
তাঁরাই হয় দলের শিকার;
নিজে মরো নয়তো মেরে মরো,
এটাই হয় ওদের বিকার।


ওরে অন্ধ-বোকা-বধির ভেড়ার পাল,
এবার কে ধরবে তোদের হাল?
বাঁচতে গেলে লড়তে হবে জীবন বাজি রেখে,
এবার ফেলরে ছিঁড়ে অজ্ঞানতার জাল।


বুঝতে হবে নিজের ভালো, দেশের ভালো, জাতির ভালো,
ভাবতে হবে জ্বালিয়ে এবার চেতনার আলো;
নইলে বর্তমান, ভবিষ্যৎ সবই ধ্বংস হয়ে যাবেই যাবে,
বাঁচতে গেলে এই আঁধার রাতে মশাল জ্বালো।


২২ শে আষাঢ়, ১৪২৮,
ইং ০৭/০৭/২০২১,
বুধবার মেলা ৪:৩৯।  ১৩৭১, ০৮/০৭/২০২১।