অজ্ঞানী হয়ে জ্ঞানীর কাছে,
করলে মাথা নিচু;
জ্ঞানের ভান্ডার বেড়ে যাবে,
হবে মাথা উঁচু।


ছোট হয়ে বড়র কাছে
করলে মাথা নিচু;
ভালোবাসায় ভরে যায়,
হাঁটতে হয় না পিছু।


আর দুর্বলের আত্মসমর্পণ,
বাড়ে শক্তিশালীর দম্ভ;
ক্রীতদাস ছাড়া ভাবে না কিছু,
মেলে আতপচাল আর রম্ভ।


জীবন যুদ্ধ কঠিন ব্যাপার,
মুক্তি নাই চেতন চিত্ত ছাড়া;
সেই পরিপক্কতা তখনই বাড়ে,
জ্ঞানী বলে সম্মান করে তারা।


ঐ বাবাসাহেব যেমন ছিলেন,
ঘৃণা বিদ্বেষ নিয়ে;
জ্ঞানের মাধ্যমে উত্তর দিলেন,
বিদ্যা বুদ্ধি দিয়ে।


১৮ ই আষাঢ়, ১৪২৭,
ইং ০৩/০৭/২০২০,
শুক্রবার বিকেল ৬টা। ১০৫৭, ০৪/০৭/২০২০।