গল্প যদি বলতে চাও,
আপন মনে কল্পলোকে,
        পরাণ খুলে ঘুরে বেড়াও।


তোমার ভাবনা ধীরে ধীরে,
       ঐ স্বল্পালোকে উঠবে জেগে;
নতুন ছবি আঁকবে তুমি,
       তোমার পরান যেমন মাগে।


রঙ, তুলিটা তোমার হাতে,
ফুলের রঙটা দেওনা তাতে,
        যেমন তোমার ভাল লাগে।


তোমার ভাবনা তোমার মত,
আছে ভাবনা মনে শত শত,
   কারও সাথে কারও ভাবনা মেলেনা;
স্রষ্টার সৃষ্টি এমন তরো,
সেই সৃষ্টিতে জগৎ ভর,
  অবশেষে অবাক হয়ে বলবে শুধু মা!


সৃষ্টির রস এমন সুধা,
যতই খাও মেটেনা ক্ষুধা,
      খিদের জ্বালা শুধুই থেকে যায়;
জগৎ জুরে কত সৃষ্টি,
নানান মানুষ নানান দৃষ্টি,
      সবাই হেথায় উর্ধ্ব শ্বাসে ধায়।


ছোট্ট জীবন, ছোট্ট সাধন,
ছোট্ট ছোট্ট কত কথন,
   এই জীবনের ছোট্ট ছোট্ট গল্পে;
জীবন বধূর ঐ অনন্য রূপ,
বোঝাই কঠিন তাঁহার স্বরূপ,
        শেষ হয়ে যায় অতি অল্পে।  


৪ঠা শ্রাবণ, ১৪২৫,
ইং ২১/০৭/২০১৮,
শনিবার সকাল .৮.১৫মিঃ।  533dtd 21/07/18.