কত যে আমি ভেবেছি তোমায়,
             হৃদয়ে আপন করি;
হিয়ার ব্যথা ঐ হিয়ায় রেখেছি,
            শুধুই তোমারে স্মরি।


পারিনি কহিঁতে প্রাণের কথা,
              লজ্জা আর ভয়ে;
সেই অতীতের স্মৃতি আজও-
            একাই চলেছি বয়ে।


কোন দুঃখ নাই, ভাবি আমি তাই,
           শুধুই ভালবেসেছি আমি;
সেই প্রাণের কথা প্রানেই রবে,
            মুখে যাবে ভাষা থামি।


প্রেম হৃদয়ে, প্রেম মরণে,
            প্রেম ছাড়া কিছু নয়;
জন্ম-মৃত্যুর সাথে আছে প্রেম,
            অন্তর সে কথা কয়।


৩০শে জৈষ্ঠ, ১৪০১,
ইং ১৫/০৬/১৯৯৫,
   বৃহস্পতিবার।  589 drd 21/09/2018.