গোপন থাকুক গোপন কথা,
           অন্ধকারে তাহার বাসা;
আলোর মুখ নাই বা দেখল,
         ব্যক্তিস্বার্থের সেই আশা।


সবার আশা সবার ভাষা,
        মুক্ত আলোয় তাহাই দিশা;
উঠুক জেগে আপন বেগে,
         কেটে যাবে সেই নিরাশা।


আলোয় আলোয় ভাসিয়ে দেবে,
           যুগের ভাবনা যুগের নিশা;
গোপন- অন্ধকারে থাকুক পড়ে,
            রক্ত ঝরানো সেই সীসা।


বলার যাহা হয়নি বলা,
ভালোবাসার এই তো খেলা,
     খেলতে খেলতে জীবন চলে যায়;
দৃশ্য যখন অদৃশ্য হয়,
তারায় তারায় খুঁজে বেড়ায়,
   বন্ধু তখন বেঁচে থাকে ভালোবাসায়।


১২ই কার্তিক, ১৪২৬,
ইং ৩০/১০/২০১৯,
বুধবার, রাত ১১টা। ৮২৪, ০৩/১১/২০১৯।