গহন বনে দেখি তাঁরে
সে আমার হৃদয় হরে;
না পেরে ধরতে তাঁরে
মরি আমি ঘুরে ঘুরে ।


সে আমায় জড়িয়ে রাখে
ওই আকুল প্রামের লোভে;
ফুলের মত কি শোভাই না
দেখি তাঁহার দেহে শোভে।


গন্ধে আকুল পরাণ আমার
শুধুই তাঁহার পানে ধায়;
মধুর লোভে অলির মতো
মন যে ছুটে যায়।


কে তাঁহারে বাঁধবে বলো
কেবল বাঁশির সুর বাজে;
ওই অনন্তময় ছড়িয়ে পড়ে
থাকে সবার হৃদয় মাঝে।


১৬ ই অগ্রহায়ণ,১৪২৯,
ইং ০৩/১২/২০২২,
শনিবার সকাল ৬ :০২। ১৮৫০, ০৮/১২/২০২২।