গ্রামের ওই গরিবেরা গরু পোষে
লাঙ্গল চালায় দুধ খায় ভালোবেসে।
কুকুর বিড়াল ঘুরে বেড়ায় পথে-ঘাটে
শহরের ধনীরা কুকুর পোষে, বিড়াল পোষে,
আর গরুরা সব ঘুরে বেড়ায় রসেবসে।


মানুষের ওই বিচারবুদ্ধি নানান প্রকার
গরিবের ভাবনা ধোনির ভাবার নাই দরকার।
এমনি ভাবেই শহর-গ্রাম, ধনী-গরীব পৃথক হলো,
গরিবের ফসল না হলে ধনী শহরবাসীর চলেনা গো।


জন্মভূমি আর জন্মদাত্রী মাকে
ওরা আর মা ভাবেনা;
যেমন খুশি ইচ্ছা তাঁদের
শুধুই ওরা দেয় যাতনা।


আর গ্রামের ওই মানুষগুলো
জন্মভূমি, জন্মদাত্রীকে দেবী ভাবে
সুখে-দুখে শত কষ্টের মাঝে
বুকের সাথে জড়িয়ে রাখে।


৩০ শে আষাঢ়, ১৪২৮,
ইং ১৫/০৭/২০২১,
বৃহস্পতিবার রাত ০১:৩১। ১৪৬২, ০৭/১০/২০২১।