মানুষের গুণ মানবতা,
যাহাকে ধর্ম বলে মানি;
মানবতা আর মনুষ্যত্ব বোধে
নাই যে কোন গ্লানি।


ধর্ম হোক ভালোবাসার ধন,
হৃদয় রাখবে মুড়ে;
মানুষ বলবে এসো বন্ধু,
তুমি বারবার ঘুরে।


ধর্ম হবে প্রভাতের সূর্য,
আঁধার করবে দূর;
উচ্চস্বরে সবার কণ্ঠে,
বাজুক ঐক্যের সুর।


মানুষ মোরা ভাই ভাই,
তাতে তফাৎ নাই;
সকল ধর্মই ঈশ্বরকে খোঁজে,
যেন খুঁজে পাই।


শোনো হে মানুষ ভাই
জগতের মঙ্গল তরে;
আত্মায় আত্মায় মিলে,
আনন্দে রবো  সবাই।


২৭ শে জৈষ্ঠ্য ১৪২৭,
ইং ১০/০৬/২০২০,
বুধবার সকাল দশটা। ১০৫৫, ০২/০৭/২০২০।