গুপ্ত কৃষ্টি, মুক্ত কেন?
তাতো তোমরা সবাই জান।
        তাঁরে নিয়ে কেন হলি খেলা?
মোহময় জীবন সৃষ্টি হয়,
আবার সে চলে যায়,
        চেঁপে সেই বৈতরনীর ভেলা।


যৌনতায় জীবন সৃষ্টি,
তা মোদের গুপ্ত কৃষ্টি,
     নতুন করে বলার প্রয়োজন কোথায়?
সেই গোপন কথা থাকনা ঘরে,
মোদের প্রাণের কাছে অন্তঃপুরে,
      এই মানুষের গহীন গাঙের ব্যথায়।


পাল তোলা সেই নাওয়ের পরে,
ঐ চাঁদের আলো কেমনে ঝরে?
      সে কথা কি-থাকে বলার অপেক্ষায়?
তবু আমারা তাই যে বলি,
জীবনকে দেখাই কানাগলি,
     এ যেন কিছু মানুষের অভিশপ্ত দায়।


এই দায় মিটাতে যাঁরা আছো,
ছেড়ে ও পথ নিজে বাঁচো,
           শাশ্বত ভাবনায় দেও মন;
নতুন নতুন ভাবনা-চিন্তা,
আনুক বয়ে সেই দিনটা,
        সেদিন তোমরাই হবে বিদ্বজ্জন।


২৮শে চৈত্র, ১৪২৪,
ইং ১২/০৪/২০১৮,
বৃহস্পতিবার, বিকেল ৫টা।  B.k. 441.