রাতের আঁধার নামবে কবি,
             মোর দেহটা ঘিরে;
একা আমি ঘুমিয়ে রবো,
               চক্ষু মুদে ধীরে।


কে যেন ঐ ডাকলো মোরে,
            সময় যে আর নাই;
সোনার তরী বাঁধা দ্বারে,
            উঠিতেই হবে তাই।  
          
আধার রাতের মোহ-মায়া,
            যাবেই কেটে যাবে;
নতুন আলো নতুন করে,
          ফুটবে আবার ভোরে।


ওরে অপেক্ষাতে থাকিসনে আর,
ছিড়লো বুঝি একতারার তার,
   হরি বোলে কাঁদছে বাঊল মাঝি;
মুছে গেছে ধরার আলো,
হাল শক্তহাতে ধরা ভালো
  এবার বাউল তাইতো বুঝি রাজি।


স্রোতের টানে যায়রে ভেসে,
জীবণের রাগরাগিণীর শেষে।
মাঝি রে তুই কেন কাদিস,
কে দেখাবে তোরে রে দিশ?
সম্মুখে ঐ আঁধার রাতি,
নিভতে পারে হাতের বাতি।
তাই তরা করে চল,
আঁধার রাতে নামতে পারে ঢল।


১৫ই অগ্রহায়ণ, ১৪২৫,
ইং ০২/১২/২০১৮
রবিবার রাত ১১ টা। ৬৪৪ তাং ০৩/১২/২০১৮।