খুশির ভুসি ছড়িয়ে দিয়ে,
থাকবো সুখে মোরা;
করোনা আর মৃত্যু ভয়,
থাকবে বুক জোড়া।


হায় চেতনা, হায় ক্ষমতা,
সালাম জানাই তোদের;
ঐ মানবতা আর মনুষ্যত্ব,
হারিয়ে গেছে মোদের।


রবীন্দ্রনাথের সোনার বাংলা,
কি কয়লার বাংলা হলো;
বিবেক বুদ্ধি সব হারিয়ে,
আনন্দের ধনী তোলো।


চিত্ চেতনা হউক যাতনা,
বিবেক কোথায় গেল;
বাহু তুলে আপন মনে
রাম, হনুমান বল।


১৯ শেষ বৈশাখ, ১৪২৮,
ইং ০৩/০৫/২০২১,
সোমবার বেলা ১১:০৬। ১৩০৭, ০৪/০৫/২০২১।