হারানো প্রেমের সুর ধ্বনি,
হৃদয় বীণায় শুনি আমি,
      ঐ হারানো সুর বড় কঠিন লাগে;
জীবন তরীর মাঝি হয়ে,
সেই তরণি যাই যে বেয়ে,
      পরান আমার সেই ব্যথাটাই মাগে।


জানি আমি সুখে, দুখে,
জাগে পরাণ সেই বিরহে,
              ঐ আঁধার রাতের নির্জনে;
নীল আকাশে তারার মাঝে,
আমার আঁখিদুটি তারেই খোঁজে,
               ঝরে অশ্রু নয়ন কোণে।


তাঁরই দেহের পরশ খানি,
দক্ষিণা মলয় আনছে টানি,
            অনুভবি হৃদয়, মন দিয়ে;
অতীত দিনের সকল ব্যথা,
সুখ, দুঃখের কত কথা,
          জাগে প্রাণে সেই সুরটি নিয়ে।


৩০শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ১৪/০৬/২০১৮,
বৃহস্পতিবার, বেলা ১১.৩০মিঃ। ৫০২ তাং ১৬/০৬/১৮।