হারায়েই পেতে চাই,
আর তো উপায় নাই,
            কোন পথে যাব বল?
চেয়ে থাকি শূন্যের পানে,
যদি পাই কিছু মোর প্রাণে,
            আঁখি করে ছল-ছল।


নীরব এ ভাষা মোর,
আসিবে কি সেই ভোর,
          এই পার্থিব জীবনে?
পেলেই আনন্দ পাওয়া,
না পেলেই দুঃখ সওয়া,
       রেখেছে বেঁধে বাঁধনে।


ক্ষণিকের তরে অতীত,
            ভবিষ্যতের তরে রণ,          
ভাবনায় ভাবি তাই,
               আনন্দে নাচে মন।


১৭ই মাঘ, ১৪২৬,
ইং ০১/০২/২০২০,
শনিবার বেলা ১;৩৫। ৯২৫, ২৩/০২/২০২০।