ব্যথার ব্যথা, এমন ব্যথা,
বিশ্বজুড়ে সেই একই কথা।
শান্তি ছাড়া আমরা সবাই,
সুখের কথা একটু ভাবাই।
ধণতন্ত্র, ব্যক্তিস্বার্থ নাহলে শেষ,
মানুষের অশান্তির কাটবেনা রেশ।


কষ্ট যদি করতেই হয়,
কষ্ট করবো একবারে;
ওই অশান্তিকে তাড়িয়ে দেব,
একেবারে ঝাড়ে মুলে।


ঐ দাবানলের আনতে মৃত্যু
কষ্ট হয়তো হবে একটু,
রক্ত ঝরবে জীবন যাবে,
বাঁচবে না আর কেষ্ট বিষ্টু।


লড়তে যখন হবেই হবে,
তবে বীরের মতো লড়বে কবে?
সময় যখন এসেই গেল,
আর ভীরুর মতো থাকবো কেন?


রুদ্রের আভাস যদি দিলে
হাত মিলাও সবাই মিলে;
শত্রু শূন্য করবো এবার,
শক্তি আসুক মোদের দিলে।


১৭ ই জৈষ্ঠ্য, ১৪২৭,
ইং ৩১/০৫/২০২০,
রবিবার বেলা ১২:১৫।  ১০২৮, ০৫/০৬/২০২০।