যে ভাঙ্গতে পারে না,
           সে গড়তেও পারে না।
সে গড়বে কি করে?
    গড়তে গেলে ভাঙ্গতে জানতে হয়;
জীবনের ঐ পরম সত্য মেনে নিতে,
              আমরা পাই ভয়।


কীটপতঙ্গ প্রায় সব মরে গেছে,
     মানুষের তৈয়ারী ওষুধের ফলে;
তাই পটল চাষিরা পুরুষ ফুল নিয়ে-
  ছোটে “পরাগ মিলনে” পতঙ্গের ছলে।  


হেথায় দর্পীর দর্প মাটিতে মেশে,  
             প্রকৃতির দর্প হরণে;
লোভাতুর মন নিয়েছে স্মরণ,
            অতি দুঃখের কারনে।
দেখি অবাক বিস্ময়ে-
আজ-ঐ জীবই জীবন মাগে,
        সুপ্ত জীবন থেকে জেগে।


কঠিনতর সংকট জড়,
        বাস্তব জীবনের সম্মুখে;
ভুলের মাশুল দিতে হবে তাঁরে,
        নিজ হঠকারিতার সুখে।


যারা পেয়ে হারায়, তাঁদের ধারায়,
           দুখের বাঁধন ভাঙ্গে;
সুখের আশায় ছুটতে ছুটতে,
            রক্তে চরণ রাঙ্গে।


১২ই পৌষ, ১৪২৪,
ইং ২৮/১২/২০১৭,
বৃহস্পতিবার, ভোর ৭টা।