হায় বিধাতা –
জন্ম   দিলে মৃত্যু দিলে,
সুখের সাথে দুঃখ দিলে,
                         আত্মার শান্তি দিলে না;
জন্ম থেকে ছুটে চলা,
হার জিতের একি খেলা,
                       আমরা বুঝতে পারি না।


চলার পথে  -
সত্য বলি মিথ্যা বলি,
নিজের সাথে নিজেই ছলি,
                  পরিনামটা মোটেই বুঝিনা;
যখন   -
ভালোর পরে মন্দ আসে,
মনের মাঝে ভুলটা ভাসে,
                          প্রাণে হাসি আসে না।


শৈশবের ওই মায়ের কোলে,
কৈশোরে প্রাণ হাওয়ায় দোলে,
                সবুজ পাতা  তখন ঝরে না;
যৌবনের সেই   সুখের খেলায়,
প্রাণ আমাদের আত্ম ভোলায়,
              কোন  বাধাই   মন   মানে না।


ঝরা পাতার  বেলা এলে,
চেতন  চিত্ত  কথা  বলে,
               তখন আর সময় থাকে না;
যৌবন শেষে বার্ধ্যক্যের পথে,
সবাই চলি মোরা কঠিন রথে,
            জীবন আর হাওয়ায় দোলে না।


ভুল ত্রুটি এখন ধরি,
শক্তি-দম্ভে তাই যে বরি,
          তাই  আজ আমাদের সত্যি কথা;
সেই সময়ে ভাবি নি কভু,
ক্ষণিক  তরে করছি তবু,
         এখন ডাকি তোমায় হায় বিধাতা।


ইং  ২২/১২/২০১৮,
রবিবার, বেলা ৪টা।