ভাবনা ভেবে শেষ হয়ে যায়,
              বাস্তবে তাহা নয়;
ভাবনায় জগৎ কত যে সুন্দর,
              বাস্তবে জঞ্জালময়।


আমরা যারা ভাবি দিনরাত,
              কঠিন বাস্তব লয়ে;
শুধুই লোক জ্ঞানীগুণি ভাবে,
               সম্মান দেয় সয়ে।


কি করেছি আমরা? কতটুকু পেরেছি?
             জঞ্জাল সরাবো বলে?
অন্ধকার জগৎ আরও অন্ধকার হলো,
             আমাদের কর্ম ফলে।


আমরা কি সবাই এমনি করেই-
             রয়ে যাবো অন্ধকারে?
জঞ্জালে জঞ্জালে জগৎ ভরিবে,
         মানুষ বাঁচিবে কেমন করে?


মানুষ হয়ে আমরা অমানুষের মত,
         নাম লেখাব কি পশুরদলে?
আমাদের ব্যক্তি স্বার্থই বড় হবে?
           এই সমাজ সেবার ছলে।


হায় রে বাস্তব! হায় রে ভাবনা!
        এ কি মানুষের জীবন যন্ত্রণা?
এই কঠিন জগতে মানুষকে বাঁচাতে,
           কে দেবে- মানুষকে মন্ত্রণা?


৪ঠা চৈত্র, ১৪২৪,
ইং ১৯/০৩/২০১৮,
রাত ১০.৩০মিঃ
সোমবার।   বি,কে, ৪১৮।