অসুরদের পালছে যারা,
কি শাস্তি পাবে তারা?
যাদের মোরা অসুর বলি,
তাঁরাই তো হচ্ছে বলি।


ওরা যে চাকর-বাকর,
এমন কত রাজার ণকর,
    এই দেশ জূড়ে ছড়িয়ে আছে;
তাদের শক্তি রাজার ভক্তি,
শুনি কভু রাজার উক্তি,
ঐ সাধুদের পুণ্যফলে আছি বেঁচে।


হায়রে দেশ হায়রে মানুষ,
কোথায় পাবে এমন ফানুষ?
যারা কথায় কথায় মিথ্যা বলে;
মিথ্যা বলা পেশা ওদের,
ভোটে জেতা ণেশা তাদের,
  ছলে, কলে, নয়তো পেশীবলে।


দেশ ভক্ত শাসক কোথায়?
  দেশের জন্য রক্ত দিতে পাবে না ভয়;
কবে উঠবে জেগে, জ্বলবে আলো?
  এই ভাবনা যেন সূর্য্যের মত সত্যি হয়।
  
৯ই আশ্বিন, ১৪২৫,
ইং ২৬/০৯/২০১৮,
বুধবার, সকা্কাল ৮টা। 596 dtd 28/09/2018