মনে আগুন, ভাবনায় আগুন,
         আগুন ওই জঠরে;
দেখো - মা কাঁদে, ভাই কাঁদে,
       দোষ দেবো কাহারে?


দেশ চালনার দায় নেবে,
       ভাবে কত লোক;
আকুলি বিকুলি হয়ে ছোটে,
        যেন চীনা জোক।


দেশের সেবা জনগণের সেবা,
        এটা বড় রোগ;
সুখের আশা, ভোলে চাষা,
         ওরা করে ভোগ।


গরীব আরো গরীব হয়,
       ধনী হয় ধনী;
তারা ধনের পাহাড় গড়ে,
      হয় জনগণ ঋণী।


দেশ সেবার নমুনা দেখি,
      পথে ঘাটে আজ;
মুরগির লড়াই লড়িয়ে দেয়,
      নাই ওদের লাজ।


হায়রে এমন সমাজ সেবা,
      সমাজের মঙ্গল নয়;
দেশ-জাতি ডুবে যাবে,
       এটাই আজ ভয়।


৪ ঠা  বৈশাখ, ১৪২৮,
ইং ১৮/০৪/২০২১,
রবিবার সকাল ১০:১৬। ১২৯১, ১৯/০৪/২০২১।