ভরানদী তীরে দাঁড়ায়ে একাকী,
দক্ষিণা মলয় ঐ বয়ে যায়,
মাঝি বেয়ে যায়, ময়ূরপঙ্খীনায়,
            কোন দূর- দূর দেশে।
আশা ভরসায় পরাণ কাঁপায়,
জীবন তরীর একোন খেলায়,
মাঝ দরিয়ায় নিজেকে হারায়,
            নব বধূর হৃদয় পরশে।


বরষা ঘন আঁধার মাখা,
মধুময় এই প্রভাত বেলা,
জীবন যৌবনের এ কোন খেলা,
             ভাসায়ে নিয়ে যাবে তারে;
সুখ, দুঃখ, হাসি, কান্না,
নিজেরে ছাড়া আর ভাবেনা,
ফেলে যেতে হবে সব ভাবনা,
               এই জীবন নদীর পারে।


যাহা ছিল তাহা সব ফেলে যাবে,
নিজ হাতে সব বিলায়ে দেবে,
খালি হাতে এবার নতুন পথে,
               আপনি আপনারে লবে;
ভাদরের মেঘে ঐ ভেসে ভেসে,
সাঁঝের বেলায় রবি-শশী এসে,
বাঁধে মোহময় মায়ার আবেশে,  
               হেথায় সকল শূন্য হবে।


শূন্য হাতে, শূন্যের মাঝে,
হৃদয়ে শুধু পুণ্য রাজে,  
              শুধুই ছোঁটা অসীমের পানে;
নিরাকারের কোন আকার যে নাই,
শূন্যতে কেবল শূন্যই পাই,  
             নীলিমা ভরে তাঁর গানে গানে।  
১০ই ভাদ্র, ১৪২৪,
ইং ২৭/০৮/২০১৭,
রবিবার, সকাল ৬.৩০ মিঃ।