কি খুঁজিতে চাই মোরা, নিজের মাঝে আপন করে,
       শীতল বরফ খুঁড়ে, কিংবা গরম জলে?
সে কি এই বোধ শক্তি,
      মাইকেল, রবি, জীবনানন্দে রাখে ভক্তি?


সত্যিই জানিনা- নীল, লাল, সাদা কালোয়-
       হারায়ে যাব কি ঐ পঞ্চ রসে?
শুধুঈ প্রশ্নমালা বারে বারে ঘুরে ফিরে আসে।


তাই ভাবি আজ-
হিং টিং ছট, আমরা আছি কোন দেশে?
আর যাবোই বা কোথা জীবনের শেষে?


ছিন্নমূল মোরা সবে, অশ্রুজলে ভেসে ভেসে,
    কোথা যেতে চাই?  দিশা নাহি পাই,
        তাকায়ে দিগন্তের পানে;
সব ভাবনা হবে শেষ,
খুঁজে যদি না পাই আকাঙ্খিত অমৃতের দেশ,
       ঐ সেই মৃত্যুর গানে গানে।


এই সুর, এই তান, লহরির এই প্রাণ,
রাখিব অন্তরে গেথে, নিয়ে যাব সাথে।


২৭শে বৈশাখ, ১৪২৫,
ইং ১১/০৫/২০১৮,
শুক্রবার, বেলা ১২ টা । ৪৭৩ তাং ১৬/০৫/১৮ ।